Uncategorizedলাইফস্টাইল
সঙ্গীর সাথে থাকার সময় বিছানায় কখনই এই ভুলগুলি করবেন না
ব্যক্তিগত জীবন ও যৌন জীবনের উন্নতি হোক, কে না চায়৷ বিশেষত যৌন জীবনকে সব রকমভাবে উপভোগ করতে চায় মানুষ৷ আর তাতেই কিছু না কিছু ভুল করে বসে৷ সেই জন্য সম্পর্ক তীরে এসে ঠেকে৷ কখনও তো যৌন জীবনের কিছু কিছু সমস্যার জন্য বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়৷
১) প্রেম ও যৌনতার মধ্যে কখনও গুলিয়ে ফেলবেন না৷ দুটোসম্পূর্ণ আলাদা জিনিস৷ কেউ কেউ বিছানায় অত্যধিক প্যাশনেট থাকে৷ কিন্তু ইমোশনাল দিক থেকে ততটা প্যাশনেট হয় না৷ একটা ভালো যৌন জীবন মানে এই নয় যে সম্পর্কের গভীরতাও ততটাই থাকবে৷ থাকলে তো ভালোই৷ কিন্তু অনেক সময় দেখা যায় তা নেই৷
২) ওয়াইল্ড সেক্স অনেকেই চায়৷ সে মেয়েই হোক বা ছেলে৷ কিন্তু সেই সময় কোনওভাবেই দাঁতের ব্যবহার করা উচিত নয়৷ একজন একবার জানিয়েছিলেন, তিনি তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে ওরাল সেক্স করার সময় একবার দাঁতের ব্যবহার করেছিলেন৷ তারপর থেকে আর তাঁর বয়ফ্রেন্ড ওরাল সেক্স করতেই চায় না৷ এমনটা যেন আপনার সঙ্গে না হয়, তা নজরে রাখুন৷
৪) প্রাথমিক যৌনতা কারোর দায়িত্ব নয়৷ মহিলারা সাধারণত ভেবে থাকেন, তার পার্টনার পুরুষটিই সেক্সের জন্য এগোবে৷ অনেকে এও মনে করেন, মেয়েদের তো এসব কথা মুখেই আনতে নেই৷ এক্ষেত্রে বলা যেতে পারে, এসব একেবারে ভুল ধারণা৷ এমন হলে ক্রমাগত তারিখের পর তারিখ চলে যাবে৷ যৌনতা আর আসবে না৷ আবার সঙ্গী পুরুষের থেকে কোনও কথাও শুনতে পারেন, যা আপনার ভালো নাও লাগতে পারে৷
৫) যৌনতার সবার কাছেই গুরুত্বপূর্ণ৷ আর সেই কারণে অনেকেই ফোরপ্লের দিকে মনই দেন না৷ কয়েকমিনিট ফোরপ্লে করেই সরাসরি ঢুকে যান মূল এপিসোডে৷ দিনের পর দিন এমন হতে থাকলে কিন্তু মুশকিল৷ ফোরপ্লে দিয়েই কিন্তু যৌনতার আসল আস্বাদ পাওয়া যায়৷ বলছে অনেক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি৷